১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল চলতি মাসে

Image

ডেস্ক,১৯ ফেব্রুয়ারি ২০২৩::১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামীকাল সোমবার প্রকাশিত হচ্ছে না। তবে চলতি মাসের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন: সকালে ৪০ মিনিট অফিসে থাকতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ফের তাগিদ

কর্মকর্তারা বলছেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ১৭তম নিবন্ধনের খাতা মূল্যায়নের কাজ চলমান রয়েছে। খাতা দেখার কাজ প্রায় শেষ হয়েছে। ফল তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে। কবে ফল প্রকাশ করা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামীকাল সোমবার ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারী পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে প্রকাশিত খবরের কোনো সত্যতা নেই বলে এনটিআরসিএ’র কর্মকর্তারা শিক্ষাবার্তাকে নিশ্চিত করেছেন।

ফলাফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ’র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শিক্ষাবার্তাকে বলেন, ২০ ফেব্রুয়ারি ১৭তম নিবন্ধনের ফল প্রকাশের বিষয়টি গুজব। ফল প্রকাশের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ফল তৈরির কাচ চলছে। আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে ফল প্রকাশ করার।

তথ্যমতে, বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ ৩৪ মাস পর ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর স্কুল-২ ও স্কুল এবং ৩১ ডিসেম্বর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ লাখের বেশি প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এর আগে ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। প্রিলিমিনারি পরীক্ষায় বসতে আবেদন করেন ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন প্রার্থী। একই বছরের ১৫ মে প্রিলিমিনারির তারিখ ঘোষণা হলেও করোনাভাইরাসের কারণে পরীক্ষা স্থগিত করা হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।