১৫ হাজার শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ

ntrcaঢাকা: বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ১৫ হাজারের বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের এই পদে নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

শনিবার এনটিআরসিএ এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে আগ্রহীদের ২০ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

প্রাপ্ত সব আবেদন পরিপ্রেক্ষিতে মেধার ভিত্তিতে বাছাই পূর্বক এনটিআরসিএ থেকে প্রতিটি পদের বিপরীতে চূড়ান্তভাবে একজনকে নিয়োগের জন্য সুপারিশ করে সংশ্লিষ্ট স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা কমিটির কাছে পাঠানো হবে।

এতে আরও বলা হয়, যে সব শিক্ষা প্রতিষ্ঠান এখনও শূন্য পদ পূরণের চাহিদা পেশ করতে পারেনি, তারা শিগগিরই পরবর্তী পর্যায়ে চাহিদা পাঠাতে পারবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগামী ৩০ জুন পর্যন্ত শূন্য পদের চাহিদা গ্রহণ করা হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।