১০ শতাংশ চাঁদা কর্তনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,১ মে : বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের জন্য ১০ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা।


বুধবার (১ মে) বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব মো: মেজবাহুল ইসলাম প্রিন্স, সিনিয়র সহসভাপতি গাজী মামুন আল জাকির, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বাশিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আবুল হোসেন, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোস্তফা জামান, সহকারী মহাসচিব মো. মঈনুল ইসলাম, কেন্দ্রীয় সহসভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হান্নান সরদার, বিটিসির সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. মঞ্জুরুল আমিন শেখর, লিয়াঁজো ফোরামের উপদেষ্টা মো. ফিরোজ মিয়া, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি শাহানাজ সুলতানা মো. সাইদুর রহামান প্রমুখ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।