নিজস্ব প্রতিবেদক,১৯ ফেব্রুয়ারি ২০২২ঃ দেশের করোনা সংক্রমণ কমায় প্রাথমিক বিদ্যালয় আগামী ১ মার্চ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস চলার ঘোষণা এলেও ১লা মার্চ খুলছে না প্রাথমিক বিদ্যালয়। ঐদিন সরকার ঘোষিত নির্ধারিত ছুটি শব-ই-মিরাজ/শ্রী শ্রী শিবরাত্রি ব্রত থাকায় ১লা মার্চ খুলছে না প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সুত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুনঃ প্রাথমিক খুললেও বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, মার্চের প্রথম সপ্তাহে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে। এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে।
আরো পড়ুনঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি প্রক্রিয়া শুরু মার্চে
করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সংক্রমণ কমায় দেড় বছর পর ২০২১ সালের ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কিন্তু ফের সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।