হলে ঢোকার সময় খাবারের প্যাকেট পেল জাবি শিক্ষার্থীরা

Image

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধের পর সোমবার (১১ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের সবকটি হল খুলে দেওয়া হবে।

হল প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের টিকা অন্তত একটি ডোজ নিয়েছেন এমন শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে। তাদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ফুল ও খাবার দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

হলের প্রাধ্যক্ষরা বলছেন, আজ সোমবার থেকেই হলের ডাইনিং এবং ক্যান্টিন চালু হবে। ডাইনিং ও ক্যান্টিনে শিক্ষার্থীদের জন্য তিনবেলা খাবারের সুবিধা রাখা হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।