হলেই ঈদ করলেন রাবির ১৮৪ শিক্ষার্থী

হলেই ঈদ করলেন

ডেস্ক,২২ এপ্রিল ২০২৩: পবিত্র শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ২৩ দিনের ছুটি চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। তবে খোলা রাখা হয়েছে আবাসিক হলগুলো। ঈদের ছুটি কাটাতে ক্যাম্পাস ছেড়েছেন অধিকাংশ শিক্ষার্থী। তবে ১৮৪ জন শিক্ষার্থী রয়ে গেছেন হলগুলোতে। সেখানেই তারা ঈদ পালন করলেন।

শনিবার (২২ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাবুল হক জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমসহ ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তবে আবাসিক হল খোলা রাখা হয়েছে। ১৮৪ জন শিক্ষার্থী বিভিন্ন কারণে হলে অবস্থান করছে। এখানেই তারা ঈদ উদযাপন করেছেন।

তিনি বলেন, মোট ১৭টি হলের মধ্যে ছেলেদের ১১টি হলের সবগুলোতেই রয়েছে বেশকিছু শিক্ষার্থী আর মেয়েদের ছয়টি হলের মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং রহমতুন্নেসা হল বাদে বাকি চারটি হলে কোনো শিক্ষার্থী নেই।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।