স্মরণিকায় বিতর্ক সৃষ্টির দায় রেজিস্ট্রারের: শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ‘বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার একটি নিবন্ধে জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলার দায় এর লেখক সদ্য বহিষ্কৃত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের’-এমনটাই মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শুক্রবার (০২ জুল‍াই) রাতে অনুষ্ঠিত সমিতির এক সভায় এ বিষয়ে একমত হন শিক্ষক নেতারা।

পরে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

স্মরণিকার কপিগুলো বাজেয়াপ্ত ও একটি তদন্ত কমিটি গঠনের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে শিক্ষক সমিতি।

একই সঙ্গে উপাচার্যের গাড়িতে কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থীর হামলা ও ভাঙচুরের নিন্দা জানায় সংগঠনটি।

বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।