স্থগিত করা ১১ মার্চের দাখিল পরীক্ষা ৩ এপ্রিল

ঢাকা: হরতালের কারণে মাদ্রাসা বোর্১১ডের অধীনে দাখিলের স্থগিত হওয়া একটি পরীক্ষার নতুন তারিখ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ১১ মার্চের স্থগিত হওয়া উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষা আগামী ৩ এপ্রিল শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত হবে।

শিক্ষা মন্ত্রণায়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী শনিবার এ তথ্য জানান।

অবরোধ-হরতালে চলতি এসএসসি ও সমমানের সবগুলো অর্থাৎ, ১৬ দিনের ৩৬৮টি পরীক্ষা পেছাতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষাগুলো সাপ্তাহিক ছুটির দিনে শুক্র ও শনিবার নেওয়া হচ্ছে।
গত ১১ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও আগামী ৩ এপ্রিল এই পরীক্ষা শেষ হচ্ছে।

আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা, তত্ত্বীয় পরীক্ষা চলবে থেকে ১১ জুন পর্যন্ত। দাখিলের একটি পরীক্ষা এইচএসসির মধ্যে পড়ল।

গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ চালিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন জোট। অবরোধ শুরুর কয়েক সপ্তাহ পর থেকে প্রায় দুই মাস শুক্র-শনিবার বাদে লাগাতার হরতাল ডেকেছে তারা।

এসএসসি পরীক্ষা শুরুর আগে অবরোধের মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও হরতাল ডাকায় তা হয়নি। চলতি এসএসসির সবগুলো পরীক্ষাই হরতালের কবলে পড়ে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।