মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে র্দীঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের স্কুল-কলেজ খুলতে যাচ্ছে।
স্কুল খোলার পর কিভাবে চলবে তার একটি রুটিন তৈরি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী সপ্তাহে সেটি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করার কথা রয়েছে।
তৈরি করা রুটিনে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা-৯টা ২৯ মিনিট পর্যন্ত এবং ১২টা ৪০ মিনিট-১টা ১০ মিনিট পর্যন্ত প্রয়োগ ক্ষেত্রে করোনা স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে।
প্রথম সপ্তাহে উল্লেখিত রুটিন অনুযায়ী ৪র্থ শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে পাঠদান পরিচালনা করতে হবে। পরবর্তী সপ্তাহে বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের পরিবর্তে যথাক্রমে বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পাঠদান কার্যক্রম চলবে।