স্কুলে যায়নি পাকিস্তানের প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাহী ক্ষমতার অধিকারী না হওয়ায় সবচেয়ে বড় সম্মানজনক পদে অধিষ্ঠিত হয়েও সংসদীয় পদ্ধতির গণতান্ত্রিক দেশগুলোতে রাষ্ট্রপতিরা আলোচনায় থাকেন না। পাকিস্তানের অবস্থাও একই।

তবে দেশটির প্রেসিডেন্ট সম্প্রতি আলোচনায় এসেছেন। পাঞ্জাবের একটি স্কুল পরিদর্শনকালে তিনি জানিয়েছেন, ‘বিভিন্ন কারণে’ কখনই স্কুলে যাননি তিনি। ফলে স্কুলে পড়ার যে আনন্দ, সেটা থেকে বঞ্চিত হয়েছেন তিনি।

সম্প্রতি পাঞ্জাবের হাসান আব্দাল ক্যাডেট কলেজে গিয়ে তিনি এ বিস্ময়কর তথ্য জানান। দেশটির সংবাদমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে।

প্রেসিডেন্টের পড়াশুনা নিয়ে জানতে চাইলে কলেজটির অ্যালামনাই কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ আলী পরে জানান, স্কুলে না গেলেও মামনুন হাসান বাড়িতে শিক্ষা গ্রহণ করেন।

২০১৩ সালের সেপ্টেম্বর থেকে পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন মামনুন হাসান। ব্রিটিশ ভারতের উত্তরপ্রদেশে জন্ম তার। ভারত-পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার দুই বছর পর পাকিস্তানের করাচিতে অভিবাসী হিসেবে চলে আসেন। স্কুলের আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করলেও পরে করাচি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন মামনুন হাসান।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।