সারাবিশ্বে করোনায় আরও সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

Image

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৪ লাখ মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ১৩ হাজার ৩৮৪ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ৭৮২ জনের। সুস্থ হয়েছেন ২০ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৫৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৬৬৯ জন। শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৬৫১ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩১ লাখ ৭ হাজার ৬২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৯৪ হাজার ৬১৯ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ২ হাজার ৭৪৪ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৫ হাজার ৪১৬ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ২৫১ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩ হাজার ১০৬ জন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।