সায়েন্সল্যাবে বিস্ফোরণে তিনজনের মৃত্যু

Image

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির মিরপুর রোড এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

আহতদের মধ্যে পাঁচজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিদ উদ্দিন খন্দকারও বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় ১০ থেকে ১২ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে তিনজন ক্লিনিক্যালি ডেড বলে আমরা জানতে পেরেছি। তবে বিষয়টি সম্পর্কে এখনো আমরা নিশ্চিত নই।’

এর আগে রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ভবনের বাসিন্দা ও পথচারীদের কেউ বলেছেন, পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে পাশের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনে কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে এসেছে ফায়ার সার্ভিসের বোম্ব ডিসপোজাল ইউনিট।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।