জাতীয় দলের হয়ে সাকিব আল হাসান ও তামিম ইকবাল জুটি গড়ে দীর্ঘদিন খেলেছেন। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপেও দেখা যেতে পারে তাদের জুটি। জুনিয়র দলেও আছেন সাকিব-তামিম। যারা জুটি গড়ে দেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছেন।
এবার জাতীয় দলে ডাক পাওয়ার পূর্বের স্টেজে আলো ছড়াচ্ছেন তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম। শনিবার বল হাতে তানজিম সাকিব ও ব্যাট হাতে তানজিদ তামিম দুর্দান্ত খেলে বাংলাদেশকে ৮ উইকেটের জয় এনে দিয়েছেন।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর ম্যাচে ওমানকে ৪৬ ওভারে ১২৬ রানে অলআউট করে দেয় লাল-সবুজের ‘এ’ দল।
বল হাতে ডানহাতি পেসার তানজিম সাকিব ৯ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। এছাড়া স্পিনার রাকিবুল হাসান ও পার্টটাইম স্পিনার মাহমুদুল জয় দুটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে তানজিদ তামিম দুর্দান্ত শুরু করেন। তাকে যোগ্য সঙ্গ দেন নাঈশ শেখ। তারা ১০৯ রানের জুটি গড়ে দলকে জয়ের প্রান্তে নিয়ে আসেন।
ফিরে যাওয়ার আগে বাঁ-হাতি ওপেনার তামিম খেলেন ৪৯ বলে ৬৮ রানের ঝকঝকে ইনিংস। তার ব্যাট থেকে ১১টি চার ও দুটি ছক্কা আসে। পরেই অধিনায়ক সাইফ হাসান শূন্য করে ফিরে যান। তবে জাকিরকে নিয়ে নাঈম শেখ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। নাঈম ৪২ বলে সাতটি চারের শটে ৪৭ রানের ইনিংস খেলেন।