ডেস্ক,১০ মার্চ ২০২৩: মার্চের মধ্যেই হাসপাতালে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস (ফি নিয়ে রোগী দেখা) পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে মেডিকেল ভর্তি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক প্রাইভেট প্র্যাকটিস চালুর সর্বশেষ অগ্রগতির বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা মার্চ মাসে প্রাথমিকভাবে শুরু করবো। মার্চ মাস শুরু হয়েছে। আমরা ইনশাআল্লাহ মার্চ মাসে পাইলট স্কিম হাতে নিয়েছি।’
তিনি বলেন, ‘একটা কাজ শুরু করলে অনেক আলোচনা ও সিদ্ধান্তের বিষয় থাকে। আমরা মোটামুটি শেষ করে এনেছি। আশাকরি ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের পাইলটিং করতে পারবো।’
এর আগেও মার্চ থেকে পরীক্ষামূলকভাবে সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক প্রাইভেট প্র্যাকটিস চালুর কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
পরে বিভিন্ন পত্রপত্রিকায় ‘মার্চ থেকে চেম্বার, সর্বোচ্চ ফি ৩০০ টাকা’, ‘৩০০ টাকায় পরামর্শ দেবেন বিশেষজ্ঞ চিকিৎসক’-এমন নানা শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।