ডেস্ক,১১ জুন:
অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে দক্ষ মানবসম্পদ সৃষ্টির ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। এজন্য প্রাথমিক শিক্ষাকে সরকার সবিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।
বাজেট বক্তৃতায় তিনি প্রাথমিক শিক্ষা বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরে বলেন, শিগগির দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ প্রদানের পাশাপাশি দুটি করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করবে সরকার।
এসময় তিনি আসন্ন অর্থবছরের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা ২৪ হাজার ৯৪০ কোটি টাকা বরাদ্দ দেয়ার কথা জানান। এটি গত ২০১৯-২০ অর্থবছরে ছিল ২৪ হাজার ৪০ কোটি টাকা। যা এ বছর ৯০০ কোটি টাকা বেশি।
বাজেট বক্তৃতায় প্রাথমিক শিক্ষা বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরে ব্যাপারে অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল বলেন, আমরা জাতীয় স্কুল মিল নীতি-২০১৯ মন্ত্রিসভায় অনুমোদন করেছি এবং এ নীতির আলোকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরে খাবারের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি। ৫০৩টি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারঅ্যাকটিভ ক্লাসরুম তৈরির কাজ চলমান রয়েছে।
শিগগির দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ প্রদান এবং ল্যাপটপ ও প্রজেক্টর প্রদান করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, অচিরেই আমরা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ ইন্টারনেট সংযোগ প্রদান করতে যাচ্ছি।