সবার জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে:প্রধানমন্ত্রী

shik-hasinaডেস্ক নিউজ ::   সবার জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা পৌনে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে `সুবর্ণ জয়ন্তী` অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধ এবং উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় একসঙ্গেও ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান তৈরি করতে ব্যাংক-বীমাসহ বিভিন্ন খাতকে উন্মুক্ত করেছে সরকার।

শেখ হাসিনা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির মডেল হিসেবে আজ বাংলাদেশ বিশ্বে বিবেচিত হচ্ছে।

তিনি বলেন, দেশে মানুষের আয় এবং ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ২০৪১ সালের মধ্যে দারিদ্র্যতা থাকবে না। বর্তমানে দারিদ্র্যের হার ১২ শতাংশের নিচে নেমে এসেছে।

দেশবাসীকে নিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় করেন প্রধানমন্ত্রী।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।