সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয় শান্তি সমাবেশের আয়োজন করেছে। আগামী ২১ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

গুলশান হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলা, ঈদের দিন শোলাকিয়া ঈদগাহ ময়দান-সংলগ্ন স্থানে সন্ত্রাসী হামলা, মাদারীপুরে নাজিমুদ্দিন কলেজের শিক্ষককে হত্যা প্রচেষ্টাসহ সারাদেশে নিরীহ শান্তিকামী দেশি-বিদেশি নাগরিকদের টার্গেট কিলিংয়ের মতো সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার প্রতিবাদে ও দেশ-জাতি, শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার স্বার্থে শুভবুদ্ধির উদ্ভাবন ঘটাতে দেশব্যাপী অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ‘সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ’ আয়োজন করতে যাচ্ছে।

সমাবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।