সকল পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের শিশুরাও উপবৃত্তি পাবে: গণশিক্ষামন্ত্রী

 দিনাজপুর প্রতিনিধি : ২ মে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের শিশুরাও উপবৃত্তি পাবে। এজন্য সারা দেশের পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোকেও উপবৃত্তির আওতায় আনার পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (১লা মে) দুপুরে দিনাজপুর পার্বতীপুর শহরের শহীদ ময়দানে উপজেলা রিকশা চার্জার ভ্যান শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা দেশের গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ঝরে পড়া রোধে বর্তমান সরকার শিশু শিক্ষার্থীদের বিস্কুটসহ রান্নাকরা খাবার ও উপবৃত্তি প্রদান করছে।

সংগঠনের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পার্বতীপুর  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সহ সভাপতি আব্দুল ওহাব সরকার, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ প্রমুখ।
Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।