নিজস্ব প্রতিবেদক,৩০ এপ্রিল ২০২৩: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অলক কুমার পাল। আজ রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ পদে চার বছরের জন্য নিযুক্ত করা হয়।
আরো পড়ুন: শাবিপ্রবির প্রথম নারী কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা
ড. অলক কুমার পাল এর আগে বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল বলেন, মহামান্য রাষ্ট্রপতি আমাকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই একাডেমিক ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছি। উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়ায় এ কাজ আরো ভালোভাবে করা সম্ভব হবে। সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম এগিয়ে নিতে কাজ করব।