ডেস্ক,২৭ জানুযারী ২০২৩:
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশে টেলিকমিউনিকেশনস্ কোম্পানি (বিটিসিএল) ৷ শুক্রবার ভোর থেকে বিভাগের ওয়েবসাইটটি (www.shed.gov.bd) বন্ধ আছে। ডোমেইনটির মেয়াদ শেষ হওয়ায় সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে প্রদর্শিত হচ্ছে ওয়েবসাইটে।
আরো পড়ুন: শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল ফেব্রুয়ারিতে
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে বলা হচ্ছে, সংশ্লিষ্ট ডোমেইনটি মেয়াদউত্তীর্ণ হওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়েছে। ওয়েবসাইটসহ সংশ্লিষ্ট সেবা পুনরায় চালু করতে ডোমেইনটি নবায়ন করুন। ডোমেইনটি নবায়ন করার জন্যে .বাংলা এবং .bd ডোমেইনের অনলাইন পোর্টালে লগইন করুন।
বিটিসিলের ডোমেইন অনলাইন পোর্টাল লিংকের (https://bdia.btcl.com.bd/) মাধ্যমে ডোমেইনটি নবায়ন করার পরমর্শ দেয়া হয়েছে।