মোরেলগঞ্জ প্রতিনিধি, ২৭ ডিসেম্বর, ২০২২:
বাগেরহাটের মোরেলগঞ্জের সহকারী শিক্ষা কর্মকর্তাকে গালিগালাজ করার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।
অভিযুক্ত ওই শিক্ষকের নাম মো.জাকির হোসেন। তিনি উপজেলার ২৪৪ নং মধ্যেপুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে গালিগালাজ ও ঔদ্ধত্যপূর্ণ আচারণের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা শিক্ষা অফিস।
আরো পড়ুন: ৬৮ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু বৃহস্পতিবার
জানা গেছে, উপজেলার ২৪৪ নং মধ্যেপুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.জাকির হোসেন গত ১৯ ডিসেম্বর বিকেলে উপজেলা শিক্ষা অফিসে বসে অন্যান্য সহকারী শিক্ষা অফিসার, অফিস সহকারী ও শিক্ষকদের উপস্থিতে সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানকে উদ্দেশ করে অকথ্যভাষায় গালিগালাজ করাসহ ঔদ্ধত্যপূর্ণ আচারণ করেছেন।
জানা গেছে, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান বর্তমানে ওই উপজেলার শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
গত ২২ ডিসেম্বর প্রধান শিক্ষক মো.জাকির হোসেনকে শোকজ করে উপজেলা শিক্ষা অফিস। এতে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না তার সন্তোষজনক জবাব ৭ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে দাখিলের জন্য বলা হয়েছে।