শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত অর্ধশত

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মা121সিস্টদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা, সরকারি ইনস্টিটিউট অ্যান্ড হেলথ টেকনোলজির (আইএইচটি) ফার্মেসি ও রেডিও থেরাপিসহ সব অনুষদে বিএসসি কোর্স চালু, স্বতন্ত্র বোর্ড গঠন এবং নিয়োগ প্রক্রিয়া ফের চালুসহ ১০ দফা দাবিতে সড়ক অবরোধকারী শিক্ষার্থীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। লাঠিচার্জ ও ইটের আঘাতে এক পুলিশ কনস্টেবল এবং শিক্ষার্থীসহ আহত হয়েছে অর্ধ শতাধিক। ঘটনাস্থল থেকে পুলিশ তিন শিক্ষার্র্থীকে আটক করেছে। আহত শিক্ষার্থীদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারী পুলিশ থাকার পরও পুরুষ পুলিশ দিয়ে আইএইচটি শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেছেন। তবে জনগণের চলাচলের স্বার্থেই এমনটি করতে হয়েছে বলে দাবি মেট্রোপলিটন পুলিশের। প্রত্যক্ষদর্শীরা জানায়, দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা বান্দ রোডে অবস্থান নিয়ে গতকাল বিক্ষোভ করেন। অবরোধের ফলে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে শিক্ষকরা শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার করতে বলেন। এ সময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে মেডিকেল ক্যাম্পাসের পূর্ব গেট দিয়ে ঢুকে কর্মসূচি শেষ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জ এবং বুটের আঘাতে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হন বলে দাবি করেছে আইএইচটি শিক্ষার্থীরা। বরিশাল আইএইচটি শিক্ষার্থীরা জানান, ১০ দফা দাবিতে তারা আন্দোলন করে আসছিলেন। গতকাল সকালে বান্দ রোডে মেডিকেল কলেজের সামনে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশ করছিলেন। কিন্তু পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর লাঠিচার্জ করে। ছাত্রীদের ওপর পুরুষ পুলিশের হামলাকে নারী নির্যাতন হিসেবে উল্লেখ করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান বলেন, শিক্ষার্থীরা অনাকাক্সিক্ষত আচরণ করায় পুলিশ বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে। ছাত্রীদের ওপর পুরুষ পুলিশের হামলার বিষয়ে উপ-কমিশনার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এমনটা করতে বাধ্য হয়েছেন তারা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।