শিক্ষক নিয়োগ : ভি-রোল ফরম পূরণের সময় বাড়লো

Image

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ৩২ হাজারের বেশি শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের ভি-রোল ফরম অনলাইনে পূরণের সময় বাড়ানো হয়েছে।

আগামী ১৫ জুন পর্যন্ত ভি-রোল ফরম পূরণের সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থীরা। এর আগে ৩১ মে পর্যন্ত ভি-রোল ফরম পূরণের সময় থাকলেও তা বাড়ানো হলো।

গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

শিক্ষাতত্ব ও শিক্ষামান শাখার পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীর ভি-রোল ফরম অনলাইনে দাখিল করার সময় ৩১ মে পর্যন্ত নির্ধারিত ছিলো। সে সময় ১৫ জুন রাত ১২টা পর্যন্ত বাড়ানো হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে কোনো প্রার্থী ভি-রোল ফরম দাখিল না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।