শাবির অতিরিক্ত ভর্তি ফি’র টাকা ফেরত দিতে কমিটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ‘অতিরিক্ত’  টাকা ফেরত দিতে কমিটি করেছে কর্তৃপক্ষ। ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক এ এইচ এম বেলায়েত হোসাইন জানান, মঙ্গলবার ভর্তি কমিটির এক সভায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘অতিরিক্ত’ টাকা ফেরত দিতে তিন সদস্যের একটি কমিটি  গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আহমদ কবির, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রেজা সেলিম ও জহিরুল ইসলাম।

কমিটি শিক্ষার্থীদের অতিরিক্ত টাকা বাংলাদেশ পোষ্ট অফিসের “ইলেক্ট্রনিক মানি ট্র্যান্সফার সার্ভিস” এর মাধ্যমে ফেরত প্রদান করবে। অতিরিক্ত এই টাকা ফেরত পাঠানোর খরচ বহন করবে বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে  সংশ্লিষ্ট প্রার্থীদের এসএমএস মাধ্যমেও অবহিত করবে বলে তিনি জানান।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে গত ১৬ অক্টোবর ৩৩ শতাংশ দাম বাড়িয়ে ভর্তি ফরম বিতরণ শুরু করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামলে ১৮ অক্টোবর কর্তৃপক্ষ ভর্তির আবেদনের মূল্য কমানোর সিদ্ধান্ত নেয়। তবে ভর্তি পরীক্ষা শেষ হবার পরেও ওই টাকা ফেরত না দেওয়ায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তা ফেরত দিতে দ্রুত ব্যবস্থা নেয় শাবি ভর্তি কমিটি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।