শাবিপ্রবির মেডিকেল সেন্টারে করোনার টিকাদান শুরু মঙ্গলবার

Image

হল খোলার আগেই শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেডিকেল সেন্টারে অস্থায়ী টিকাকেন্দ্র স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে নিবন্ধিত শিক্ষার্থীরা মেডিকেল সেন্টার থেকে টিকা নিতে পারবেন। ওইদিন শুধু স্নাতকোত্তর ও স্নাতক চতুর্থ বর্ষের ২০০ শিক্ষার্থী টিকা পাবেন।

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, যেসব শিক্ষার্থী নিবন্ধন করে এখনো টিকা পাননি তারা বিশ্ববিদ্যালয়ের বুথ থেকে টিকা পাবেন। তবে যারা অন্য জায়গা থেকে এক ডোজ টিকা নিয়েছেন তারা এখান থেকে টিকা নিতে পারবেন না। সবার টিকা নেওয়া শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

মেডিকেল সেন্টারের ১০৪ নম্বর কক্ষে টিকা নেওয়ার বুথ স্থাপন করা হয়েছে। প্রথমদিন স্নাতকোত্তর ও স্নাতক চতুর্থ বর্ষের নিবন্ধিত ২০০ শিক্ষার্থী টিকা পাবেন। পরে কারা টিকা পাবেন তা নোটিশের মাধ্যমে জানানো হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।