লালমনিরহাটে গ্রন্থাগার দিবস পালন

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট প্রতিনিধিঃ
জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে আজ বুধবার বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী সভার মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপিত হয়।
সরকারী গণগ্রন্থাগার প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর, বিশেষ অতিথি ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতীক,গেরিলা লিডার ড.এস.এম শফিকুল ইসলাম কানু। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরিয়ান আজহারুল ইসলাম, বক্তব্য রাখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরী কর্মকর্তা জাকির হোসাইন, সাধারণ পাঠাগারের সম্পাদক আব্দুস সালাম বকুল,সাংবাদিক গোকুল রায়, অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা সাইফুল ইসলাম ফাতেমী ।
জেলা প্রশাসক আবু জাফর শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা বাসায় গিয়ে সকল ধরণের গাইড বই পুড়ে ফেলবা। গাইড বই পড়ে ও কোচিং ক্লাস করে প্রকৃত শিক্ষা লাভ করা সম্ভব নয়। তিনি শিক্ষার্থীদের লাইব্রেরীতে এসে বিভিন্ন ধরনের বই পড়ে প্রকৃত জ্ঞান ও শিক্ষা অর্জনের আহবান জানান।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।