লাইব্রেরি ব্যবহারের সময় বাড়াল ঢাকা বিশ্ববিদ্যালয়

Image

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গত ২৬ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও বিজ্ঞান লাইব্রেরি খুলে দেওয়া হয়েছে।

শুরুর দিকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লাইব্রেরি ব্যবহারের সুযোগ থাকলেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে লাইব্রেরি ব্যবহারের সময় বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা লাইব্রেরি ব্যবহার করতে পারবে।বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে এটি কার্যকর হবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার কর্তৃপক্ষ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।