লক্ষ্মীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

Image

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহির স্থানীয় ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রের তথ্যমতে, দুর্বৃত্তরা সড়কের ওপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহের পাশে গুলির খোসাও পাওয়া গেছে। জহির পূর্বে মাদক ও মাটি ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও সম্প্রতি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য নিয়ে পুরোনো বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

বিএনপি নেতাদের প্রতিক্রিয়া:
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, “ঘটনার বিষয়টি জেনেছি। খোঁজ নিচ্ছি।”

পুলিশের অবস্থান:
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করেছে। তবে কারা জড়িত এবং হত্যার নেপথ্য কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।