নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম মো. রহমতুল্লাহ । শুক্রবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া তার মোবাইলও বন্ধ রয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নুরুল আলম নগরীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ।
রহমতুল্লাহ নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়ন্সে অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজলোর মাগুরা গ্রামে। তার বাবার নাম মোসলেম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের ১০৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী তিনি।
হল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে অসুস্থ এক স্বজনকে দেখতে যাওয়ার কথা বলে নিজ রুমে থেকে বের হয় রহমতুল্লাহ। রাতে রুমে না ফেরায় তার সহপাঠীরা মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পায়।
পরে শনিবার তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বিষয়টি বিভাগে জানালে শিক্ষকরা সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নেন।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ণ কবির বলেন, ‘নিখোঁজ হওয়া ছাত্রের বিভাগের একজন শিক্ষক রাতে জিডি করেছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’