রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন রাবির আরেক শিক্ষার্থী। মুনতাসিরুল আলম অনিন্দ্য (২৬) নামের ওই শিক্ষার্থীকে।
শনিবার দিবাগত রাতে নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অনিন্দ্য বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষে পড়েন। তিনি নগরীর কাদিরগঞ্জ এলাকার শফিউল আলমের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, রাবি শিক্ষক রেজাউল হত্যা মামলায় রাবি শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ড শুনানী না করেই আদালত তাকে জেলহাজতে পাঠিয়ে দেন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকাল সাড়ে সাতটার দিকে নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার অদূরে সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগামারার দরগামারিড়ায়। সেখানে তার একটি গানের স্কুলও আছে।
প্রথম থেকেই এ হত্যাকান্ডে জঙ্গি সংশ্লিষ্টতার দাবি জানিয়েছে আসছে পুলিশ। এ ঘটনায় পুলিশ এক জেএমবি সদস্যসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজন সরাসরি হত্যাকান্ডে জড়িত বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। অন্যরা হত্যাকান্ডে নানাভাবে সহায়তা করেছেন বলে দাবি করছে পুলিশ। ঘটনার পর থেকেই দোষিদের শাস্তি দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা।