রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী বছরের ৫ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে।
চূড়ান্ত আবেদন ২০ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত করা যাবে। তবে এবার ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন।
তিনি জানান, গত ৫ নভেম্বর ভর্তি উপকমিটির মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে কোটা বিষয় সিদ্ধান্ত নিতে মাননীয় উপাচার্য মহোদয় ডিনদের নিয়ে একটি সাবকমিটি করেছিলেন। সেই সাবকমিটি আজ অনুষ্ঠিত ভর্তি কমিটির কাছে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল করে সন্তান-সন্ততিদের কোটা রাখার বিষয়ে সুপারিশ করে। তাদের সেই সুপারিশ গ্রহণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।