রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৩-২৭ অক্টোবর

78রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। তবে এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তিচ্ছুকদের অংশগ্রহণের সুযোগ থাকছে না।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ দুপুরে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে¦ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সালে পাস করা শিক্ষার্থীরাই শুধু এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ২০১৫ সালে পাস করা শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না।

এবার বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের অধীনে ৫৬টি বিভাগ এবং দুইটি ইনস্টিটিউটে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।