ভিকারুননিসার অধ্যক্ষ পদে সেনা কর্মকর্তা চেয়ে রিট

ঢাকা: রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে মেজর জেনারেলের নিচে নন- এমন একজন সেনা কর্মকর্তাকে অধ্যক্ষ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৯ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুচ আলী আকন্দ।

রিট আবেদনে চারটি বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। সেগুলো হচ্ছে- ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে ডে শিফট না খোলা, মেজর জেনারেলের নিচে নন- এমন একজন সেনা কর্মকর্তাকে অধ্যক্ষ নিয়োগ, ভিকারুননিসার ব্যাংক হিসাব তদন্ত এবং একাদশ শ্রেণিতে সরকার নির্ধারিত ফিয়ের অতিরিক্ত ফি না নেওয়া।

পরে ইউনুচ আলী লিখিত বক্তব্যে বলেন, ‘ভিকারুননিসা নুন সরকারের অনুমোদন ছাড়া এ বছর থেকে ডে শিফটে কলেজ শাখা শুরু করে  বাণিজ্য বাড়াচ্ছে। ভিকারুননিসায় প্রায় একযুগ ধরে কোনো অধ্যক্ষ নেই। অধ্যক্ষ নিয়োগের ব্যবস্থা না করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে একেকটি কমিটি বাণিজ্য করছে’।
‘ডে শিফট হলে মেয়েদের বাড়ি ফিরতে রাত হবে। তখন নিরাপত্তা কে দেবে? শ্রেষ্ঠ স্কুল কেন অধ্যক্ষ ছাড়া চলবে?’

তিনি বলেন, ‘অনুমতি ছাড়া বিভিন্ন শাখা খুলে বাণিজ্য করছে। এ কারণে ব্যাংক হিসাবের তদন্ত চেয়েছি। এছাড়া রাজধানীর অন্য কয়েকটি স্কুলে সেনা কর্মকর্তা অধ্যক্ষ রয়েছেন। তাদের ওপর অভিভাবকদের আস্থা বেশি’।

এসব কারণ উল্লেখ করে রিট আবেদন করা হয়েছে বলেও জানান ইউনুচ আলী।

আবেদনে শিক্ষাসচিব, প্রতিরক্ষাসচিব, দুর্নীতি দমন কমিশন এবং স্কুল কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।