ঢাকা, ১২ নভেম্বর:
রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।বুধবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষের উপস্থিতি ও যানবাহনের সংখ্যা স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম।
আরো পড়ুন: রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগে আতঙ্ক, সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী
নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম।
সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী:
বিজিবি ও পুলিশের টহল দল সকাল থেকেই মাঠে সক্রিয়।রাতে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন,“নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
সোমবার থেকে বুধবার: ৪ বাস ও ১ প্রাইভেটকারে আগুন
সোমবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত যাত্রাবাড়ী, বসুন্ধরা, উত্তরা ও মিরপুরে
৪টি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করা হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাত ১২:৫৫ মিনিট: যাত্রাবাড়ীর রায়েরবাগে রাজধানী পরিবহনের বাসে আগুন রাত ২:০৮ মিনিট: যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতালের সামনে রাইদা পরিবহনের বাসে আগুনরাত ২:৩৫ মিনিট: বসুন্ধরা গেটের পাশে ১০০ ফুট রোডে প্রাইভেট কারে আগুন ভোর ৪টা: উত্তরার সোনারগাঁও জনপদ খালপাড়ে রাইদা পরিবহনের বাসে অগ্নিসংযোগ বুধবার দুপুর ১২:৩০: মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের বাসে আগুন
তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ:
মঙ্গলবার রাত ৮টার দিকে ধানমন্ডির ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এর আগে সোমবার রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, মিরপুর ও বাংলামোটর এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এসব ঘটনায় কেউ হতাহত না হলেও নগরবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
ক্রমবর্ধমান অগ্নিসংযোগ ও বিস্ফোরণের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জনসমাগম ও যানবাহনের চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে।অফিসগামী ও সাধারণ যাত্রীরা বলছেন,“সকালে রাস্তায় নামতে ভয় পাচ্ছি। কোথায় কবে বিস্ফোরণ হবে, বলা যাচ্ছে না।”
পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ টহল চলছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা আরও জোরদার করার প্রস্তুতি নিয়েছে ডিএমপি।
















