রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ১৮ নভেম্বর ২০২২:
২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা পরবর্তী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তির ২য় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় জিপিএ নম্বর ব্যাতীত ‘এ’,‘বি’,‘সি’ ইউনিটে সর্বনিম্ন ৫৩ নাম্বারে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্নাতক ১ম বর্ষের ভর্তির ২য় মেধাতালিকা প্রকাশিত হয়েছে।
ফলাফল দেখতে ক্লিক করুন এখানে।
উল্লেখ্য, এর আগে গত ৫ নভেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় জিপিএ নম্বর ব্যাতীত ‘এ’ ইউনিটে সর্বোচ্চ ৬৩. ২৫ ও সর্বনিম্ন ৫৪, ‘বি’ ইউনিটে সর্বোচ্চ ৬১.২২ ও সর্বনিম্ন ৫৩.৪৮ এবং ‘সি’ ইউনিটে সর্বোচ্চ ৬৪, সর্বনিম্ন ৫৩.৫ নাম্বারে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে।
আরো পড়ুনঃ যশোর বোর্ডের দুই কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত
১ম মেধাতালিকা হতে ভর্তি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ৩০ টি আসন, বি ইউনিটে ২২টি আসন ও সি ইউনিটে ২০ টি আসন ফাঁকা ছিল।
প্রসঙ্গত, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ ২২ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পদ্ধতিতে অংশ নিয়েছে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার আলোকে শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, ম্যানেজমেন্ট স্টাডিজ, বাংলা, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগে ২০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।