যশোর বোর্ডের দুই কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত

গুচ্ছের ভর্তি আবেদন

ডেস্ক,১৮ নভেম্বর ২০২২:
আগামী ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রীর জনসভার কারণে এইচএসসি পরীক্ষার দুটি কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে যশোর শিক্ষাবোর্ড।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের আবেদন ও জেলা প্রশাসকের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন যশোর বোর্ডের চেয়ারম্যান।

কেন্দ্র দুটি হলো-যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ ও বিএএফ শাহিন কলেজ যশোর। শুধুমাত্র ওই দিনের জন্যই এ দুটি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে যশোর শিক্ষাবোর্ড।

যশোর বোর্ডের চেয়ারম্যান জানান, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের যশোর সরকারি মহিলা কলেজে এবং বিএএফ শাহিন কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সম্পর্ক ভেঙে গেলে কে বেশি কষ্ট পায়? পুরুষ নাকি নারী!

অন্যদিকে জনসভার জন্য যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম ও পাশের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের মাঠ একীভূত করা হয়েছে। যে কারণে এ দুটি কেন্দ্রে এদিন পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না। ফলে যশোর বিএএফ শাহিন কলেজ ও যশোর শহরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।

আগামী ২৪ নভেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে। এছাড়া দ্বিতীয়ার্ধে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব বলেন, সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বিষয়টি আমাদের জানিয়েছেন। সেই কারণে এই দুই কেন্দ্র শুধুমাত্র ২৪ নভেম্বরের জন্য পরিবর্তন করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদেরও অবগত করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।