যবিপ্রবিতে ঈদের ছুটি ১২ দিন

Image

নিজস্ব প্রতিবেদক,১২ এপ্রিল ২০২৩: পবিত্র ঈদুল ফিতরে ১২ দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আগামী ১৫ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। বুধবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আরো পড়ুন: জবিতে ভর্তি পরীক্ষা জুনের দ্বিতীয় সপ্তাহে নেয়ার প্রস্তাব

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইলাতুল কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ১৫-২৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা এবং আগামী ১৮-২৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। একইসাথে আগামী ০১ মে (সোমবার) মহান মে দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অফিস ও ক্লাসসমূহ বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

তবে ১৩ ও ১৪ এপ্রিল এবং ২৭ ও ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ১৩ এপ্রিল থেকে থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট ১৬ দিন বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে।

এছাড়াও ছুটি শেষে আগামী ২৯ এপ্রিল থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলেও জানানো হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।