মেধাবীরাই মেডিকেলে ভর্তির সুযোগ পাবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ভর্তি পরীক্ষায় মেধার দিক থেকে যারা এগিয়ে থাকবে তারাই ভর্তির সুযোগ পাবে।’

মেধাবীরাই মেডিকেলে ভর্তির সুযোগ পাবে : স্বাস্থ্যমন্ত্রী

শুক্রবার মেডিকেল কলেজ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘নিশ্ছিদ্র নিরাপত্তায় শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ভর্তিচ্ছুদের আমি শুভেচ্ছা জানাই। তারা যেন যোগ্যতার প্রমাণ দিয়ে মেডিকেলে ভর্তি হয়ে একজন ভালো চিকিৎসক হওয়ার মাধ্যেমে মা-বাবার স্বপ্নপূরণ করতে পারে।’

এবারের পরীক্ষায় ৯০ হাজার ৪২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে যেন কোনো প্রশ্ন না থাকে সে জন্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আমরা একটি সমন্বয় কমিটি গঠন করেছি।’

প্রতিবারের মতো এবারও মন্ত্রী ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে পরীক্ষার হলে প্রবেশ করেননি।

তিনি বলেন, ‘অতীতেও আমি ভিতরে প্রবেশ করিনি কারণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মনযোগ এবং সময় নষ্ট হবে। তাদের পরীক্ষার সময় প্রতিটি সেকেন্ডই গুরুত্বপূর্ণ।’

পরে মন্ত্রী কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

শুক্রবার সকাল ১০টায় রাজধানীসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে মেডিকেলে ভর্তি পরীক্ষা। সরকারি ১৮টি কলেজের ৩৭টি কেন্দ্রে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ৯ হাজার ৪১৭ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করছে ৯০ হাজার ৪২৬ জন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।