মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

Image

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা সংবাদ সম্মেলন করবেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড. সামন্ত লাল সেন। আজ বৃহস্পতিবার এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

স্থাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বেলা ১১টায় সংবাদ সম্মেলন শুরু হবে।

আরো পড়ুন: রাবির তৃতীয় ধাপের চূড়ান্ত আবেদন শুরু দুপুরে

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ৬ হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১১ হাজার ৫৪৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে লিপ্ত হবেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন এক লাখ ৪ হাজারের বেশি শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায়। শেষ হবে বেলা ১১টায়। লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।