নিজস্ব প্রতিবেদক,১২ মার্চ ২০২৩: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের ওএমআর শিট দেখার কাজ শেষ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আজ রোববার বিকালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।
আরো পড়ুন: চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ হতে পারে মঙ্গলবার
শনিবার (১১ মার্চ) রাতে বুয়েট এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪০৪ জন। ভর্তি পরীক্ষার্থীদের ওএমআর শিট বুয়েটের সিএসই বিভাগ দেখা শেষ করেছে। ওএমআর শিটগুলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ দেখছে।