ডেস্ক,১৫ মার্চ ২০২৩: মেডিকেলে সাফ্যলের পর বিনামূল্যে ঢাবিতে চান্স পাওয়ার কোর্স চালু করল বন্দি স্কুল। ২০২৩ সালে মেডিকেলে ১৮৫ জন শিক্ষার্থীর মধ্যে ৭২ জনের চান্স পেয়েছে বন্দি স্কুল থেকে বিনামূল্যে কোচিং করে। সাফল্যা প্রায় শতকরা ৪০ ভাগ।
মেডিকেলে সাফ্যলের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শীর্ষস্থানীয় ২২টি বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও এক্সাম কোর্স চালু করল বন্দি স্কুল। যেখানে পড়াশোনা করার জন্য কোন অর্থ খরচ করা লাগবে না। শুধু একটি ফরম ফিলাপ করে ঢাবিতে পড়ার স্বপ্ন পূরণ করতে পারবে।
আরো পড়ুন: অনলাইনে বিনা মূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্স চালু
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্বরুপ দাস বলেন, আগামী ১৯শে মার্চ থেকে ১ম ব্যাচ ও ২৫ মার্চ থেকে ২য় ব্যাচ বন্দি স্কুলের নিজস্ব অ্যাপে ও ফেসবুক লাইভের মাধ্যমে এ কোর্সে জয়েন করতে পারবে।
তিনি আরো বলেন,ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমরা ২০২২ সালে প্রায় ১০০০০ শিক্ষার্থীকে বিনাখরচে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছি।
২০২২ সালের আলোকে আমরা ২০২৩ সালের বিনাখরচে অনলাইনে এক্সাম ব্যাচ, ভার্সিটি + গুচ্ছ ভর্তি প্রস্তুতি ব্যাচ চালু করেছি।
ফ্রি এক্সাম এবং ভার্সিটি + গুচ্ছ ভর্তি প্রস্তুতি ব্যাচে ভর্তি হতে চাইলে ০১৫৫৭৬৩১০৯৭ নম্বরে ফোন করে আসনটি সংরক্ষন করতে হবে।
Course Join link: https://forms.gle/uB2THboTfErEjoMD9