মাধ্যমিকের জন্য বই কেনা হচ্ছে নতুন ৬ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার ৩০৮টি । এসব বইয়ের জন্য ২২৮ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৭৮৩ টাকা খরচ করা হবে। ২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি শ্রেণী এবং মাধ্যমিক, দাখিল ও কারিগরি ৬ষ্ঠ শ্রেণীর জন্য এসব বই কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (২৬ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমে এসব বই কেনা হবে।
আরও পড়ুনঃ আন্দোলন থেকে শিক্ষকদের ফিরে যেতে বললেন শিক্ষামন্ত্রী
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের জানান, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক ৬ষ্ঠ শ্রেণি, দাখিল ৬ষ্ঠ শ্রেণি ও কারিগরি ৬ষ্ঠ শ্রেণির বিনামূল্যের ৬ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার ৩০৮টি বই কেনার অনুমোদন দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘৯১ লটে প্রথম সর্বনিম্ন দরদাতা এবং ৯ লটে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এসব বই কেনা হবে। এসব বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ব্যয় হবে ২২৮ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৭৮৩ টাকা।’