ভালুকায় ২৬ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শূন্য

ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকা উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শূন্য অবস্থায় চলছে। দীর্ঘদিন যাবত প্রধান শিক্ষক ছাড়াই চলছে বিদ্যালয়গুলো। এছাড়া ৩৫টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে স্কুলগুলো পরিচালিত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে, প্রধান শিক্ষক শূন্য প্রাথমিক বিদ্যালয়গুলো হচ্ছে- সজনগাঁও, মধ্যরাজৈ, রাজৈ বালিকা, উরাহাটি, পারুলদিয়া, রাজৈ, পশ্চিম পাড়াগাঁও, হিজলীপাড়া, আউলিয়ারচালা, দক্ষিণ ডাকাতিয়া, কাতলামারী, গোবুদিয়া, মাহমুদপুর বালিকা, চান্দরহাটি, চামিয়াদী, গাদু মিয়া, ধীতপুর, টুংরাপাড়া, তালাব, মেনজেনা, মরচী, কৈয়াদী, ডালুয়া পাড়া, সিটাল বলাকা, খান পাড়া ও বাটাজোর আ. হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৩৫টি সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষাদানে প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুজ্জামান জানান, এ সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং চেষ্টা চালানো হচ্ছে। আশা খুব শিগগিরই এর সমাধান হয়ে যাবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।