ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শাহবাগে পাঁচ ঘণ্টা অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে বুয়েট শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে অবরোধ প্রত্যাহার করে তারা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়ে শাহবাগ ত্যাগ করেন। এতে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু জানান, আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে আবারও শাহবাগে শিক্ষার্থীদের জমায়েত শুরু হবে। তিনি বলেন, “সারা দেশের সব প্রকৌশল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।”
শিক্ষার্থীদের মূল তিন দাবি:
1️⃣ ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
2️⃣ টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
3️⃣ ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে আইইবি-বিএইটিই-এর অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।
📌 শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো মেনে না নিলে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর করা হবে।