অবশেষে পরীক্ষায় বসতে রাজি হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। স্থগিত ও বর্জন করা টার্ম ফাইনাল পরীক্ষা নতুন রুটিন অনুযায়ী ১১ মে থেকে অনুষ্ঠিত হবে। তবে ২০ এপ্রিলের পর স্থগিত করা পরীক্ষাগুলো আগে নেয়া হবে। বর্জন করার পরীক্ষাগুলো এর পর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শ্রেণী প্রতিনিধির সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হওয়া বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
বৈঠকে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের (ডিএসডব্লিউ) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ দলটির নেতাকর্মীরা ২৮ মার্চ মধ্যরাতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা বুয়েটের ক্যাম্পাসে প্রবেশ করেন। ক্যাম্পাসে রাজনৈতিক নেতাদের এই আগমনের প্রতিবাদে পরদিন থেকে আন্দোলনে নামেন বুয়েটের শিক্ষার্থীরা।
ওইদিন থেকে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
ড. আল আমিন বলেন, ‘আগামী ১১ মে থেকে টার্ম ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ এপ্রিলের পর যেসব পরীক্ষা স্থগিত হয়েছে সেসব পরীক্ষা আগে অনুষ্ঠিত হবে। আর এর আগে কিছু পরীক্ষা শিক্ষার্থীরা বর্জন করেছে, সেগুলো পরে অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘সভায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হয়ে আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চেয়েছে। তারা কিছু আইনজীবীর নামও প্রস্তাব করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব প্রস্তাব গ্রহণ করে পিপিআরের মাধ্যমে কীভাবে তাদের নিয়োগ দিতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় সেই আইনি প্রক্রিয়ায় যুক্ত থাকবে।’
শিক্ষার্থীরা ক্লাসের ব্যাপারে কোনো মতামত জানিয়েছেন কিনা জানতে চাইলে অধ্যাপক আল আমিন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের কলেবর অতোটা বড় না। তাই আমাদের কোনো বিভাগে যখন পরীক্ষা শুরু হয় তখন সব বিভাগের শিক্ষার্থীদের একসঙ্গে সেই পরীক্ষা শুরু হয়। তাই এখন আমাদের পরীক্ষার সময়, কোনো ক্লাস নেই।’