বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদোন্নতি বিষয়ে সভা আজ

Image

ঢাকা, ১২ নভেম্বর:
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতির বিষয়ে আজ বুধবার (১২ নভেম্বর) একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।দুপুর আড়াইটায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ–১) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে “বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক হতে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানের লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি কমিটির সভা আজ অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব।”

চিঠিতে সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সভায় আলোচ্যসূচি: সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি

এর আগে গত সপ্তাহে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য বিষয়ভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করা হয়।অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছিল—যেসব কর্মকর্তার নামের পাশে এসিএর (ACR) অনুপস্থিতির মন্তব্য রয়েছে,তাদের ১০ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এসিএর জমা দিতে হবে।কোনো কর্মকর্তার নাম বাদ পড়লে বা কর্মস্থল, পদোন্নতি বা পদে যোগদানের তারিখে ভুল থাকলে
প্রমাণপত্রসহ ১০ নভেম্বরের মধ্যে ইমেইলে ([email protected])পাঠাতে বলা হয়েছিল।

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি প্রক্রিয়াটি কয়েক দফা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হবে।সভায় আলোচনা শেষে চূড়ান্ত পদোন্নতি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।