বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :12
অষ্টম জাতীয় বেতন কাঠামোয় বৈষম্য নিরসনে ১০ মাস ধরে চলা পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে মুখ্য দাবি পূরণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষক নেতারা।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

ফেডারেশন মহাসচিব বলেন, ‘গত ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে একটি সোপান তৈরির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে অনুযায়ী শিক্ষকদের মুখ্য দাবিটি মন্ত্রিসভা কমিটি সমাধান করে দিয়েছে। সপ্তম বেতন কাঠামোর অন্যান্য মর্যাদা ঠিক রেখে শিক্ষকরা এখন অষ্টম বেতন কাঠামোতে গ্রেড-১ ক্যাটাগরিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা আন্দোলন একটি চলমান প্রত্রিক্রয়া। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে অগ্রসর করতে শিক্ষকদের অন্য দাবি-দাওয়াগুলো আদায়ে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা অব্যাহত রাখা হবে।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।