চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতের ম্যাচগুলোর একটি খসড়া সূচি প্রকাশ করেছে বিসিসিআই। যেখানে পাকিস্তান ভারতের মোকাবেলা করবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। খবর ক্রিকইনফোর।
আরো পড়ুন: ২৩তম গ্র্যান্ডস্লাম জয় করলেন জকোভিচ
বিশ্ব ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলাদা উত্তেজনা থাকে। তবে রাজনৈতিক বৈরিতার কারণে এই দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না। ফলে বৈশ্বিক টুর্নামেন্টে যখন এ দুই পরাশক্তির লড়াই হয়, তখন সবার মধ্যে আলাদা উত্তেজনা বিরাজ করে। শুরুতে আহমেদাবাদে খেলতে রাজি ছিল না পাকিস্তান। দিন কয়েক আগেই তারা জানিয়েছিল, বিশ্বকাপের ফাইনাল ছাড়া আহমেদাবাদে কোনো ম্যাচ খেলতে চায় না পাকিস্তান।
আরো পড়ুন: অসহায় আত্মসমর্পণ ভারতের, নতুন টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
পরবর্তীতে এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে পিসিবি ও বিসিসিআইয়ের আলোচনাতে একটি সমাধান এসেছে। পিসিবি প্রস্তাবিত হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলতে রাজি হয়েছে ভারত, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিনিময়ে বিশ্বকাপ অংশগ্রহণ ও আহমেদাবাদে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান।