ঢাকা : ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিলম্ব ফি’সহ প্রকাশিত তালিকভুক্তরা ১২ জুলাই মঙ্গলবার পর্যন্ত ভর্তি হতে পারবে। রোববার আন্তঃশিক্ষা বোর্ড থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অনুযায়ী মেধা তালিকা, প্রথম অপেক্ষমান তালিকা, দ্বিতীয় অপেক্ষমান তালিকা এবং ১০ জুলাই (গতকাল) প্রকাশিত অবশিষ্ট্য অপেক্ষমান তালিকা (অনলাইন/এসএমএস-এ সব আবেদনকারী) হতে বিলম্ব ফিসহ ভর্তি ও নিশ্চায়ন (মেধাক্রম অনুসারে) আগামীকাল ১২ জুলাই পর্যন্ত চলবে।
১৩ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত কলেজে আসন খালি থাকা সাপেক্ষে কলেজ কর্তৃক পূর্বনির্ধারিত সর্বনিম্ন জিপিএর ভিত্তিতে উন্মুক্তভাবে মেনুয়্যাল পদ্ধতিতে বিলম্ব ফিসহ ভর্তি চলবে।
কলেজ কর্তৃক পূর্বনির্ধারিত সর্বনিম্ন জিপিএ’র নিচে কোনো শিক্ষার্থীকে ভর্তি করলে তার রেজিস্ট্রেশন করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।