বিটেকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

টাঙ্গাইলের কালিহাতি উপেজেলায় অবস্থিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে ভর্তি কমিটির আহ্বায়ক ও প্রিন্সিপাল স্বাক্ষরিত নোটিশে এই ফলাফল জানানো হয়।

কর্তৃপক্ষ জানায়, ২২ থেকে ২৫ জুন পর্যন্ত মেধাতালিকায় থাকা ৯ম ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তী মেধা তালিকা প্রকাশ করা হবে ২৬ জুন এবং ভর্তি ২৭ থেকে ২৮ জুন পর্যন্ত।

এ বছর ভর্তি ফি বাবদ ৮ হাজার ৮শ ৮০ টাকা ধার্য করা হয়েছে। ফলাফল ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.btec.gov.bd) থেকেও জানা যাবে।

উল্লেখ্য, গত ১৮ জুন বিটেকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ আসনের বিপরীতে এতে ৫২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।